সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটির ৭১তম সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭১তম সভা ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে (র‌্যাংস আরডি সেন্টার, ব্লক— এসই (এফ), প্লট নং— ০৩, গুলশান এভিনিউ, গুলশান—১, ঢাকা—১২১২) অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও আইসিবি ইসলামিক ব্যাংক ও ঢাকা ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, অগ্রণী ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন—নাদাবী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোঃ ওমর ফারুক খান এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জুলকারনাইন (প্রতিনিধি)। সভা পরিচালনা করেন নির্বাহী কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ।
সভায় বোর্ডের ২০২৫—২৬ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা—বাজেট প্রণয়ন, এনআরবিসি ব্যাংক পিএলসিকে সাময়িক সদস্যপদ প্রদান, বুলেটিন প্রকাশ, সময়োপযোগী গুরুত্বপূর্ণ সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন, AAOIFI গভর্নেন্স স্ট্যান্ডার্ড অনুবাদসহ নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed