সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের CIPA (১০ম ব্যাচ) ও CIBF (১১তম ব্যাচ) কোর্সের উদ্বোধন

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)-এর উদ্যোগে বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (AAOIFI) প্রবর্তিত ‘সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট’ (CIPA) কোর্সের ১০ম ব্যাচ এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড প্রবর্তিত ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (CIBF) শীর্ষক কোর্সের ১১তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩:০০ টায় কাকরাইলস্থ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং বিশেষ অতিথি ছিলেন— বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট ও ইভালুয়েশান সেন্টারের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুদ দারদা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (BIIT)-এর ডিরেক্টর জেনারেল জনাব এম. আব্দুল আজিজ, পিএইচডি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ডাইরেক্টর জেনারেল জনাব কে এম মুনিরুল আলম আল-মামুন এবং আদল অ্যাডভাইজরি, মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা-সিইও ও AAOIFI ক্যাপাসিটি বিল্ডিং, বাহরাইনের মাস্টার ট্রেইনার ড. মুফতি ইউসুফ সুলতান। স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বোর্ডের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম, পিএইচডি এবং কুরআন মাজীদ হতে তিলাওয়াত করেন বোর্ডের প্রিন্সিপাল অফিসার জনাব মুহা. আব্দুল্লাহ আল-ফারুক।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মুসলিম হিসেবে আমাদের সকল ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতা ও ইখলাস চর্চা জরুরি। দ্রুত বিকাশমান একটি শিল্প হিসেবে ইসলামী ব্যাংকিংয়ের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন। সুতরাং CIPA ও CIBF কোর্সের নবাগতদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গড়ে উঠতে হবে এবং ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের একজন দক্ষ প্রফেশনাল হতে হবে অথবা এই সেক্টরের প্রশিক্ষিত একজন উদ্যোক্তা হতে হবে। অনেক মহৎ ব্যক্তির উদ্যোগে এদেশে ইসলামিক ব্যাংকিংয়ের ভিত রচিত হয়েছে। তাদের পরম যত্নে গড়া এ শিল্পকে ধ্বংস করতে অপশক্তি সদা তৎপর। সুতরাং নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলে দৃশ্য-অদৃশ্য সকল অপশক্তির হাত থেকে এ শিল্পকে রক্ষা করতে আমাদের বদ্ধপরিকর হতে হবে।
বক্তাগণ উভয় কোর্সে অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

More Stories