
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ ও সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)—এর যৌথ উদ্যোগে ৯—১০ জানুয়ারি ২০২৬ ব্যাংকিং সেক্টরের রেগুলেটরি কর্তৃপক্ষ, দেশী—বিদেশী শরীআহ বিশেষজ্ঞ, ইসলামিক ফাইন্যান্স সেক্টরের শীর্ষ স্কলার এবং ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব প্রদানকারী গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাইন্যান্স ফর সাসটেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট’ শ্লোগানকে উপজীব্য করে অনুষ্ঠিত কনফারেন্সের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের মাননীয় প্রো—ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মামুন আহমেদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ইসলামী অর্থনীতি কেবল একটি ইস্যু নয়; বরং এর সাথে সম্পৃক্ত রয়েছে লক্ষ কোটি মানুষের দৈনন্দিন জীবন। এ দেশের শতকরা আশি ভাগেরও বেশি অধিবাসী মুসলিম। ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা গ্রামীণ জনগণের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। কনফারেন্সটি শিক্ষাবিদ, গবেষক, অর্থনীতিবিদ, শরীয়াহ বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরী করেছে। আমি আশাবাদ ব্যক্ত করছি, আজকের এ কনফারেন্স ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং ক্ষেত্রে উদ্ভূত নানা চ্যালেঞ্জ ও সঙ্কটের আশু সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে।
৯ জানুয়ারি কনফারেন্সের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।
