সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)—এর উদ্যোগে বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (AAOIFI) প্রবর্তিত ‘সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট’ (CIPA) কোর্সের ৯ম ব্যাচ এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড প্রবর্তিত ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (CIBF) শীর্ষক কোর্সের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪:০০ টায় কাকরাইলস্থ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (BIBM) মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন- বোর্ডের ভাইস—চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর মোঃ শামছুল আলম, পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল কাদির এবং আরবি বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর যুবাইর মুহাম্মদ এহসানুল হক, পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, পিএইচডি, বিআইবিএম—এর ফ্যাকাল্টি মেম্বার ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের অ্যাকাডেমিক অ্যাডভাইজর ড. মোঃ মহব্বত হোসেন, সিটি ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইসলামিক ব্যাংকিং জনাব মোঃ আফজালুল ইসলাম, সিএসএএ। স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম, পিএইচডি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোঃ আখতারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকিং একটি দ্রুত বিকাশমান শিল্প। তিনি কোর্সে অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, নিরবচ্ছিন্ন অধ্যয়নের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে যোগ্যতা বৃদ্ধি করতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তা হলেই ব্যাংকিং ও ফাইন্যান্সশিল্প আরও উৎকর্ষ লাভ করবে।