সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের ৪৫তম সাধারণ অধিবেশন সম্পন্ন

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের ৪৫তম সাধারণ অধিবেশন সম্পন্ন

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ২০২২ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী ও অডিট রিপোর্ট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সদস্যবৃন্দ ব্যাংকিং কার্যক্রমের সবক্ষেত্রে যথাযথভাবে শরিয়া পরিপালনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সঙ্গে যৌথ প্রশিক্ষণ আয়োজন, অ্যাওইফি-এর ২১তম শরিয়া বোর্ড কনফারেন্সে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের প্রতিনিধিদলের অংশগ্রহণ, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (বিআইআইবিএফ)-এর মতবিনিময়, সেন্টার ফর ইসলামিক ইকোনোমিক্স স্টাডিজ (সিআইইএস)-এর প্রতিনিধিদলের সঙ্গে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের মতবিনিময়, সদস্য প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় এবং বোর্ড প্রকাশিত অ্যাওইফি শরীআহ স্ট্যান্ডার্ডের বাংলা সংস্করণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বোর্ডের সদস্যগণ অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ অধিবেশন পরিচালনা করেন।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, ফিকহ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মু. ফরীদ উদ্দীন আহমাদসহ অন্য সদস্যগণ অধিবেশনে উপস্থিত ছিলেন।

অধিবেশনে বোর্ডের ২৯টি সদস্যপ্রতিষ্ঠান (ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, এনসিসি ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিডেট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরিয়া সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব/সচিবগণ, ইসলামিক ব্যাংকস্ কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর প্রতিনিধি এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার হোস্ট দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এইচ বি এম ইকবাল অধিবেশনে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

More Stories