সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ—এর ৪৭তম সাধারণ অধিবেশন ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৪:০০টায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ এ অধিবেশন পরিচালনা করেন। অধিবেশনে বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং সিটি ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ফাস্টর্ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নান, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিবি ইসলামিক ব্যাংক ও ঢাকা ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ মুজাদ্দেদী, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ, ফাস্টর্ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হাবিবুর রহমানসহ বোর্ডের ২৯টি সদস্যপ্রতিষ্ঠানের (ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ফাস্টর্ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক আল—ফালাহ বাংলাদেশ, এনসিসি ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরীআহ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব/সচিবগণ, ইসলামিক ব্যাংকস্ কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)—এর প্রতিনিধি এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশনে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডসংশ্লিষ্ট বিগত অর্থবছরের অডিটেড রিপোর্ট, ২০২৪—২০২৫ অর্থবছরের পরিকল্পনা ও বাজেট অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ব্যাংকিং কার্যক্রমের সকল ক্ষেত্রে যথাযথভাবে শরীআহ পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়।