সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি/CSBIB) কর্তৃক পরিচালিত ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (সিআইবিএফ/CIBF) কোর্সের ৯ম ব্যাচের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার বিকাল ০৪:০০ টায় কাকরাইলস্থ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট ও ইভালুয়েশন সেন্টারের ডিন প্রফেসর ড. মোঃ আবুদ দারদা এবং প্রধান আলোচক ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আমির হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের- ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসাইন ভূঁইয়া এবং কলেজ মনিটরিং ও ইভালুয়েশনের ডিরেক্টর (ভারপ্রাপ্ত) জনাব শাহাব উদ্দীন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম/BIBM)-এর ফ্যাকাল্টি ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের অ্যাকাডেমিক অ্যাডভাইজার ড. মোঃ মহব্বত হোসেন এবং INCEIF ইউনির্ভর্সিটির ISRA রিসার্চ ম্যানেজমেন্ট সেন্টারের গবেষক ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের রিসার্চ অ্যাডভাইজার জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম, পিএইচডি।
অনুষ্ঠানে ৫০ জন ফেলোর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফেলোদের ভবিষ্যৎ সাফলতা কামনা করেন। পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় ফেলোদেরকে নিরবচ্ছিন্ন অধ্যয়ন, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান, যা ব্যাংকিং ও ফাইন্যান্সশিল্পকে আরও সমৃদ্ধ করবে।