CSBIB কর্তৃপক্ষ ও ইরানের Al Mustafa International University-এর প্রতিনিধিদলের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং MoU স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য৩১ মে ২০২৫ শনিবার সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (CSBIB) ও ইরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে একমত হয়।
সভায় ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে কান্ট্রি ডিরেক্টর (ঢাকা অফিস) হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন জনাব শাহাবুদ্দীন মাশায়েখী রাদ এবং CSBIB-এর পক্ষ থেকে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নান, সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ ও সচিবালয় ইনচার্জ (প্রশাসন) ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন।
এতে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতি, গবেষণা, ইসলামিক ফিক্বহ এন্ড ল, ইসলামী অর্থনীতি, ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক জ্ঞানকে ব্যবহার করে উভয় পক্ষ কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে লাভবান হতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ ক্ষেত্রে উভয় পক্ষ নিম্নলিখিত বিষয়সমূহের সমন্বয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য পোষণ করে-
উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন—লাইন ও অফ—লাইনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী শিক্ষা কোর্সের আয়োজন করে ছাত্র—শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
সমঝোতা চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের গবেষকদের জন্য গবেষণা ও জ্ঞানগত সুবিধাদি ব্যবহারের সুযোগ প্রদান করা।
উভয় প্রতিষ্ঠানের উদ্যোগে যৌথভাবে একাডেমিক ফেয়ার, ট্রেনিং ও কোর্স, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা।
উভয় প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণে গবেষণাধর্মী গ্রন্থ রচনার পাশাপাশি বিভিন্ন অনুবাদ গ্রন্থ প্রকাশ করা।
উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সার্টিফিকেট এর স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা।
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড পরিচালিত বিভিন্ন কোর্সের মেধাবী ছাত্রদেরকে উন্নত প্রশিক্ষণের উদ্দেশ্যে আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত বিভিন্ন মেয়াদের শর্ট কোর্সে প্রেরণ করা।
ইরান ও বাংলাদেশে পারস্পরিক শিক্ষাসফরের ব্যবস্থা করা।
বাংলাদেশে ইসলামিক ফিক্বহ এন্ড ল এবং ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্সবিষয়ক একটি একাডেমিক সেন্টার প্রতিষ্ঠায় সহযোগিতা করা।
দ্রুততম সময়ের মধ্যে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৪ জনের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে একটি সমঝোতা স্মারকের (MoU) খসড়া কপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমা দেয়া।
অনুষ্ঠানের শুরুতে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে শরীয়াহ বোর্ডের সার্টিফিকেট কোর্সের ছাত্রদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব শাহাবুদ্দীন মাশায়েখী রাদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইসলামী অর্থনীতির বিভিন্ন সৌন্দর্য ও যৌক্তিক বিষয়গুলো তুলে ধরেন।
পরিশেষে এ মতবিনিময় সভা দুই দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে উপস্থিত সকলের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
