
রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB)-এর সোশ্যাল গার্ডেন হলে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)-এর উদ্যোগে “বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গভর্নমেন্ট সুকূকের ভূমিকা” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে Guest of Honor হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও ইসলামিক ফাইনান্স ব্যক্তিত্ব ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইনান্স, যুক্তরাজ্য-এর ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন আব্বাস দার। তিনি বাংলাদেশে সুকুক প্রসারের সম্ভাবনা ও করণীয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর জনাব ইস্তেকমাল হোসেন। তিনি সরকারি সুকূকের কাঠামো, ইস্যু প্রক্রিয়া ও ব্যবস্থাপনার প্রেক্ষাপট বিশ্লেষণ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে মোট পাঁচটি সরকারি সুকুক (BGIS) ইস্যু করেছে, যার সম্মিলিত পরিমাণ ২২,০০০ কোটি টাকা। এসব সুকূকের মাধ্যমে পানি সরবরাহ, সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, চট্টগ্রাম বিভাগের সড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ গ্রামীণ সেতু নির্মাণে অর্থায়ন করা হয়েছে। প্রতিটি প্রকল্পই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন ড. মোহাম্মদ আমির হোসেন (এক্সিকিউটিভ ডিরেক্টর, পরিসংখ্যান বিভাগ, বাংলাদেশ ব্যাংক), জনাব মোহাম্মদ ইসহাক মিয়া (ডিরেক্টর, আইটি বিভাগ, বাংলাদেশ ব্যাংক), ড. মোঃ গোলজারে নবী (ডিরেক্টর, গবেষণা বিভাগ, বাংলাদেশ ব্যাংক), জনাব মোহাম্মদ জাকির হোসেন (অ্যাডিশনাল ডিরেক্টর, বিআরপিডি, বাংলাদেশ ব্যাংক) এবং ড. মোঃ মহব্বত হোসেন (ফ্যাকাল্টি মেম্বার, BIBM)।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে উক্ত সেমিনারে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নান এবং ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্ দীন আহমাদ। সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সুকূকের মাধ্যমে শরীআহভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন, টেকসই অর্থনীতি ও সরকারি ঋণ ব্যবস্থাপনার ভারসাম্য আনা সম্ভব। পাশাপাশি, একটি স্থিতিশীল সুকূক মার্কেট গঠনে সচেতনতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা, তারল্য ব্যবস্থাপনায় ভারসাম্য আনয়ন এবং শরীআহসম্মত দীর্ঘমেয়াদি অর্থায়নের কৌশল গ্রহণ প্রয়োজন। পরে গেস্ট অব অনার ও মূল প্রবন্ধ উপস্থাপককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন ইস্টার্ন ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং ডিভিশনের ইভিপি ও CSB ফেলোস ফোরামের সেক্রেটারি জনাব একেএম মীজানুর রহমান।
অনুষ্ঠানের শেষাংশে CSAA (Certified Shariah Advisor and Auditor) ফেলোশিপ প্রোগ্রামের সর্বশেষ ব্যাচে উত্তীর্ণ ফেলোদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, বিআইবিএম, বিভিন্ন ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টের হেডসহ CSB ফেলোস ফোরামের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক খাতের বিশিষ্টজন, শরীআহ স্কলার, গবেষক এবং CSAA ফেলো ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।