সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (CSBIB) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)—এর যৌথ উদ্যোগে Islamic Finance Seminar এবং CSB Fellows Conference Conference 2025, ১৫ মার্চ ২০২৫, শনিবার ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ফাস্টর্ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর ড. এম সাদিকুল ইসলাম FCMA, ইউনিয়ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর ডাইরেক্টর জেনারেল ড. মোঃ আখতারুজ্জামান ও CSBIB’র চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল্লাহ শরীফ CIPA & CSAA এতে স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী অধিবেশন শেষে UIU-CSB’র মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামী ব্যাংকিং দ্রুত বিকাশ লাভ করছে। দারিদ্র্য বিমোচন, সুদ থেকে মুক্তি ও জনদরদি সমাজ গঠনে ইসলামী ব্যাংকিংয়ের ভূমিকা রয়েছে।
দিনব্যাপী এ কনফারেন্স ও সেমিনারের টেকনিক্যাল সেশনে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক ড. মোহাম্মদ আমির হোসাইন CSAA ‘Prospect of Islamic Finance Higher Education in Bangladesh and Development of Human Capital in Islamic Perspective’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিকস (IIBFE)—এর ডিরেক্টর ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ ওমর ফারুক। ‘Roles and Limitations of Shariah Supervisory Council in Development of Islamic Banking: Bangladesh Perspective’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ফিক্বহ কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ CSAA। এই প্রবন্ধের প্যানেল ডিসকাশনে সভাপতিত্ব করেন BIBM—এর ডাইরেক্টর জেনারেল ড. মোঃ আখতারুজ্জামান। এতে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মানজুরে এলাহী CSAA, বিশিষ্ট ইসলামিক স্কলার শাহ মো. ওয়ালিউল্লাহ CSAA।
বাহরাইন ভিত্তিক ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন বিষয়ক মানদন্ড প্রণয়নকারী সংস্থা ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (AAOIFI) থেকে Certified Shariah Adviser and Auditor (CSAA) ও Certified Islamic Professional Accountant (CIPA) এবং সেন্ট্রাল শরীআহ বোর্ডের Certificate Course on Islamic Banking and Finance (CIBF) ডিগ্রিধারী শরীআহ বিশেষজ্ঞগণসহ ইসলামিক ব্যাংকিং ও অর্থায়ন বিশেষজ্ঞ, রেগুলেটর, শরীআহ স্কলার, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীগণ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।