সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৬৭তম সভা ১৪ জুলাই ২০২৪ রবিবার সকাল ১১:০০টায় স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে (মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং, ৪র্থ তলা, ১২২-১২৪, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, সোনালী ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, অগ্রণী ব্যাংক পিএলসি ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং ইউনিয়ন ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাবী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মুহাম্মদ মুনিরুল মওলা, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন, শাহ্.জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এম সাইফুল ইসলাম এবং ব্যাংক এশিয়া লিমিটেডের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বোর্ডের নির্বাহী কমিটির সদস্যসচিব ও সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ।
সভায় বোর্ডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা ও আয়-ব্যয় বাজেট প্রণয়নসহ নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।