সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)—এর উদ্যোগে বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (AAOIFI) প্রবর্তিত ‘সার্টিফাইড শরীআহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর’ (CSAA) কোর্সের ১১তম সেশনের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান ৪ মে ২০২৪, শনিবার বিকাল ০৫:০০ টায় কাকরাইলস্থ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ, ব্যাংক এশিয়া পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্ এবং বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের ডিরেক্টর জনাব মুহাম্মদ ইসহাক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে মোট ৩০টি প্রতিষ্ঠান থেকে ৯১ জন ফেলোদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফেলোদের ভবিষ্যৎ সাফলতা কামনা করেন। পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় ফেলোদেরকে নিরবচ্ছিন্ন অধ্যয়ন, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান করেন, যা ব্যাংকিং ও ফাইন্যান্সশিল্পকে আরও সমৃদ্ধ করবে এবং এ আন্তর্জাতিক সার্টিফিকেটের বাস্তব মর্যাদা বয়ে আনবে।