15th International Economic Forum “Russia-Islamic World: Kazan Forum”

15th International Economic Forum “Russia-Islamic World: Kazan Forum” শীর্ষক সম্মেলনে বাংলাদেশ এর প্রতিনিধিত্ব করার জন্য সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ গিয়াস উদ্দিন তালুকদার ও সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ ১৪ মে ২০২৪, মঙ্গলবার অংশগ্রহণ করেন।
সম্মেলনে ইসলামি ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, সাইন্স ও টেকনোলজি, হালাল ইন্ড্রাস্ট্রি, ইন্টারন্যাশনাল কো-অপারেশন, ডেভোলপমেন্ট অব ইনফ্রাস্ট্রাকচার, বিজনেস, ট্যুরিজম, কালচার এন্ড স্পোর্টস শীর্ষক বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া কাজান ফোরামের উদ্যোগে ”রাশিয়া হালাল এক্সপো” এবং আর্ন্তজাতিক ”কাজান হালাল মার্কেট” মেলা আয়োজিত হবে।
২০২৩ সালে অনুষ্ঠিত এই সম্মেলনে রাশিয়ার ৮৬টি অঞ্চল ও পৃথিবীর ৮০টি দেশ থেকে ১৬ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল, এর মধ্যে ৪০টি কুটনৈতিক মিশন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

More Stories