সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শাহ্ আব্দুল হান্নান-এর ইন্তেকাল

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শাহ্ আব্দুল হান্নান (রাহিমাহুল্লাহ) ২ জুন ২০২১ বুধবার আনুমানিক সকাল সাড়ে দশটায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। ২ জুন ২০২১ বুধবার বাদ যুহর ইবনে সিনা ট্রাস্ট, ধানমন্ডিতে (প্রথম) এবং বাদ আসর বায়তুল মুকাররাম জাতীয় মসজিদে তাঁর দ্বিতীয় সালাতুল জানাজা শেষে শাহ্জাহানপুর কবরস্থানে দাফন করা হয়। আমরা আল্লাহ্ তা‘আলার কাছে তাঁর জন্য মাগফিরাত এবং জান্নাতে উচ্চমর্যাদা কামনা করছি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব হিসেবে শাহ্ আব্দুল হান্নান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বহু দীনী, গবেষণা, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি ছিলেন। তিনি একাধারে বিআইআইটি, ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, নর্থ সাউথ ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইবনে সিনা ট্রাস্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম ও দিগন্ত মিডিয়া করপোরেশনের মতো প্রতিষ্ঠানের শীর্ষপদে দায়িত্ব পালন করেছেন। কিশোরগঞ্জ জেলার এ কৃতিসন্তান একজন বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট এবং নিভৃতচারী দীনের দা‘ঈ ছিলেন। ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি অসংখ্য গবেষক তৈরির কারিগরও ছিলেন। কিংবদন্তিতুল্য অর্থনীতিবীদ হিসেবে তিনি সর্বজন সমাদৃত। বাংলাদেশে ভ্যাটব্যবস্থার প্রবর্তকও তিনিই।

মৃত্যুকালে তাঁর ছেলে-মেয়ে, নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, ভাইস-চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ, ফিক্বহ্ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী ও সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফসহ বোর্ড, নির্বাহী কমিটি ও ফিক্বহ্ কমিটির সদস্যগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তা‘আলার কাছে তাঁর জন্য মাগফিরাত ও জান্নাত কামনা করেন।