সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে সদস্য প্রতিষ্ঠানসমূহের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ‘রমাযানের শিক্ষার আলোকে ইসলামী ফাইন্যান্সশিল্প পুনর্গঠন: আমাদের করণীয়’ শীর্ষক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা ২০ এপ্রিল ২০২৪ শনিবার বিকাল ৫.০০টায় বোর্ডের জেনারেল সেক্রেটারিয়েটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ, সিএসএএ, সিআইপিএ এবং প্রধান অতিথি ছিলেন বোর্ডের নির্বাচিত ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুফতী ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, সিএসএএ। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জনাব আব্দুল আউয়াল সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির মেম্বার সেক্রেটারি প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, সিএসএএ ও যমুনা ব্যাংক পিএলসির হেড অব ইসলামী ব্যাংকিং জনাব মোঃ আসাদুজ্জামান, সিএসএএ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ড সচিবালয়ের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।
অনুষ্ঠানে বোর্ডের সম্মানিত সদস্য, নির্বাহী/কর্মকর্তা-কর্মচারি, সদস্যপ্রতিষ্ঠানসমূহের নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট আলেম, সিএসবি ফেলো ও ব্যাংকারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও সুপারিশমালা গৃহীত হয়।