সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৬৩তম সভা ৫ মার্চ ২০২৩ রবিবার বিকাল ৪:৩০টায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে (বোর্ডরুম) অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দীন আহমেদ, সোনালী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ফরমান আর. চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ওমর ফারুক খান। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল ও কমিটির সদস্যসচিব জনাব মোঃ আবদুল্লাহ শরীফ এ সভা সঞ্চালনা করেন। সভায় বোর্ডের বার্ষিক ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সবিষয়ক কনফারেন্স-২০২৩ আয়োজনের বাজেট অনুমোদনসহ নীতিনির্ধারণী বিভিন্ন চলমান বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটির ৬৩তম সভা অনুষ্ঠিত