সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ও বিআইবিএম-এর উদ্যোগে সৌদি আরবের ‘ভিশন অ্যাম্বাসেডরস’ প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (CSBIB) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর উদ্যোগে সৌদি আরবের ‘ভিশন অ্যাম্বাসেডরস’ প্রতিনিধিদলকে নিয়ে ব্যাংকিং খাতের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা ১০ ফেব্রুয়ারি ২০২৫ ঈসায়ী তারিখ সোমবার সন্ধ্যা ৬:৩০টায় বিআইবিএম-এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কি-নোট উপস্থাপন করেন বিআইবিএম-এর অ্যাসোসিয়েট প্রফেসর ও ফ্যাকাল্টি ড. মোঃ মহব্বত হোসেন।
BIBM-এর ডাইরেক্টর জেনারেল ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সৌদি আরবের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সাবেক অ্যাম্বাসেডর মুহাম্মাদ তাইয়্যেব ও আদিল নোফাল এবং বিশিষ্ট ব্যবসায়ী খালিদ নাসর আল-হুত্বামী।
মতবিনিময় সভায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন- বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা এবং বোর্ড সেক্রেটারিয়েটের ভাইস প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন- ডাইরেক্টর জেনারেল ড. মোঃ আখাতারুজ্জামান, প্রফেসর (সিলেকশন গ্রেড) ড. মোঃ আহসান হাবিব, ডাইরেক্টর (ট্রেনিং) জনাব মোঃ আলমগীর হোসেন ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোঃ মহব্বত হোসেন।
অনুষ্ঠানে মেহমানবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান জনাব মোঃ ফরিদ উদ্দীন আহমাদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইকনোমিক্স-এর চেয়ারম্যান ও ডাইরেক্টর প্রফেসর ড. ওমর ফারুক, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক জনাব নুরুল ইসলাম খলীফা, ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ডাইরেক্টর জনাব মোঃ জুলকার নাইন ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীআহ কাউন্সিলের সেক্রেটারি জনাব মির্জা ওয়ালিউল্লাহ্ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মির্জা ওয়ালিউল্লাহ্। সভার লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন ও মতবিনিময় পর্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতে বিনিয়োগের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং সৌদি প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। ইসলামী ব্যাংকিংয়ের গবেষণা ও জ্ঞানের শুন্যতা দূরীকরণে একটি সমৃদ্ধ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ গৃহীত হয়।