Recent Activity Details

Title
CIBF Certificate giving Ceremony
Details
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (CSBIB) গঠিত ফেলোস ফোরামের উদ্যোগে ‘শরীয়াহ গভর্নেন্স সিস্টেম: আইএফএসবি-অ্যাওইফি রিভাইজড শরীয়াহ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক’ শীর্ষক ওয়ার্কশপ শনিবার (৪ জুন, ২০২২) সকাল ১১:০০ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবং একইসাথে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (CIBF) সফলভাবে সম্পন্নকারী (৩য় ব্যাচ) ফেলোদের সার্টিফিকেট প্রদান করা হয়।