NEWS DETAILS PAGE

News Title

আওইফি এক্সপোজার ড্রাফটস-এর ওপর ওয়ার্কশপ অনুষ্ঠিত

News Details

সিএসবি ফেলোস ফোরাম ও সিএসবিআইবি (সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ)-এর উদ্যোগ্যে আওইফির এক্সপোজার ড্রাফটস-এর ওপর এক ওয়ার্কশপ ২৫ মার্চ সকাল ৯:০০টায় বিজয়নগরের হোটেল ৭১-এর ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন, সিএসবি ফেলোজ ফোরামের সেক্রেটারি ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব এ. কে. এম মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সিএসবি নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ।

ওয়ার্কশপের ৮টি সেশনে আওফির এক্সপোজার ড্রাফটস ‘সুকূক ইন বুকস অব দি অরজিনেটর, কন্ট্রোল (অব এসেটস এন্ড বিজনেস), কোয়াজি-ইকুইটি, অফ-ব্যালেন্স-শিট এসেটস আন্ডার ম্যানেজমেন্ট, ট্রান্সফার অব এসেটস বিটউইন ইনভেস্টমেন্ট পুলস, ডেভেলপমেন্ট এন্ড গভর্নেন্স অব শরীয়াহ কমপ্লায়েন্ট বেঞ্চমার্ক রেইটস, ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর ইমপ্লিমেন্টেশন অব কোড ইথিকস ও ফ্রেমওয়ার্ক অব অডিটিং’ এর উপর মতামত পেশ করেন যথাক্রমে `ISRA’ মালয়েশিয়ার গবেষক জনাব মেজবাহ উদ্দীন আহমেদ, FCCA, CIPA, CSAA, MIBF, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসএভিপি জনাব মোহাম্মাদ আশ্রাফুল আলম, CIPA ইসলামী ব্যাংক ক্যাপিটাল মার্কেট লিমিটেডের এমডি মোহাম্মদ আবদুর রহীম FCA, CIPA, CSAA, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এসভিপি জনাব কামাল হোসেন FCA, CIPA, CSAA, ইউনিক গ্রুপের কর্পোরেট ফিন্যান্স ডিরেক্টর জনাব রিয়াদ হোসেন, CMA, CIPA, ACS, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইসলামী ব্যাংকিং ডিভিশন জনাব এ. কে. এম মিজানুর রহমান, আদল এডভাইজরি, মালয়েশিয়ার সিইও মুফতী ইউসুফ সুলতান CSAA, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাবিবুর রহমান CIPA।

সেশন শেষে সিএসবি পরিচালিত CIBF ফেলোশিপ প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচ-এ উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Published : 28-03-2023 , 09:20 am