NEWS DETAILS PAGE

News Title

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাথে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড প্রতিনিধিদলের মতবিনিময়

News Details

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাথে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ -এর প্রতিনিধিদলের মতবিনিময় সভা ০৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও জনাব মো. তৌহিদুল আলম খান, FCMA, CSRA, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব মোহাম্মদ মঈন উদ্দিন লতিফ হাসান, হেড অব বিজনেজ ডেভেলপমেন্ট ও শরীয়াহ্ সেক্রেটারিয়েট প্রধান জনাব ড. মোঃ মোহন মিয়া, ইভিপি ও সিএফও জনাব মোঃ আলী রেজা, FCMA, CIPA, হেড অব শরীয়াহ্ অডিট জনাব কে. এম. রহমতুল্লাহ্, CSAA। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড প্রতিনিধি দলে ছিলেন- বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ্ শরীফ, CIPA, CSAA ও বোর্ড সচিবালয়ের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম। মতবিনিময়ের শুরুতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হওয়ায় জনাব মো. হাবিবুর রহমান-কে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় শেষে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের অন্যতম সদস্যপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও জনাব মো. তৌহিদুল আলম খান, FCMA, CSRA, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব মোহাম্মদ মঈন উদ্দিন লতিফ হাসান, হেড অব বিজনেজ ডেভেলপমেন্ট ও শরীয়াহ্ সেক্রেটারিয়েট প্রধান জনাব ড. মোঃ মোহন মিয়া-কে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন প্রকাশনা প্রদান করা হয়। এ সময়ে ইসলামী ব্যাংকিং-এ রূপান্তর পরবর্তী পরিচালনাসহ বিভিন্ন টেকনিক্যাল সমস্যা ও তার সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Published : 08-02-2023 , 08:24 am