NEWS DETAILS PAGE
News Title
শরীয়াহ বোর্ডের সেমিনার ও সিআইবিএফ ফেলোদের সার্টিফিকেট প্রদান
News Details
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (CSBIB)-এর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার সকাল ১১:০০টায় ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন ইসলামিক ব্যাংকিং: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় এবং একইসাথে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (CIBF) সফলভাবে সম্পন্নকারী (৪র্থ ব্যাচ) ফেলোদের সার্টিফিকেট প্রদান করা হয়। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (BIBM) মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান, প্রধান আলোচক ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ফিক্বহ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী এবং বিশেষ অতিথি ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন, AIBL ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল জনাব মোঃ আবদুল আউয়াল সরকার, AFIIBI।