NEWS DETAILS PAGE
News Title
বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সাথে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
News Details
বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সাথে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গত ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মো. নাছের ও পরিসংখ্যান বিভাগের পরিচালক ড. মোহাম্মদ আমির হোসেন। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ ও বোর্ডের সদস্য মাওলানা শাহ্ মোহাম্মাদ ওয়ালী উল্লাহ। তাছাড়া প্রতিনিধিদলে বোর্ড সচিবালয়ের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম ও সিনিয়র অফিসার জনাব মুহা. আব্দুল্লাহ আল-ফারুক উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে মাননীয় গভর্নরকে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের পক্ষ থেকে ক্রেস্ট ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের বিভিন্ন প্রকাশনী প্রদান করা হয়। এ সময়ে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।