NEWS DETAILS PAGE

News Title

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড প্রবর্তিত ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’-এর ৫ম পর্বের উদ্বোধন

News Details

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)-এর উদ্যোগে ৬ মাস মেয়াদী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (CIBF) শীর্ষক কোর্সের ৫ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ৮ জানুয়ারি শনিবার বেলা ১১:৩০ টায় কাকরাইলস্থ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ, CIPA, CSAA- এর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ মাহবুব-উল-আলম এবং বিশেষ অতিথি ছিলেন বোর্ডের নির্বাহী কমিটির সদস্য এবং অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (BIBM)-এর সিলেকশন গ্রেডের প্রফেসর ড. শাহ্ মোঃ আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ আমির হুসেইন এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক ড. গোলজারে নবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের ইনচার্জ (এডমিন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।

প্রধান অতিথি ড. মোঃ মাহবুব-উল-আলম তাঁর বক্তব্যে বলেন, প্রতিনিয়ত প্রসারমান ইসলামী ব্যাংকিং শিল্প পরিচালনার জন্য দক্ষ জনশক্তির বিকল্প নেই। এ লক্ষ্যে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (CIBF)’ কোর্স পরিচালনাসহ প্রশিক্ষণধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ছাড়া ইসলামী ব্যাংকিংয়ে শরীয়াহ সঠিকভাবে পরিপালন করা হলে ব্যাংকিংয়ের জন্য ডিপোজিট খুজঁতে হয় না। এটা প্রমাণিত সত্য। শরীয়াহ ব্যাংকিং হল একটি সুদৃঢ় ধারায় স্থিতিশীল ব্যাংকিং এটা আমাদের গর্ব; ইহ-পারলৌকিক সুখের ঠিকানা। সুতরাং এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান আহরণ ও সে মতো ব্যাংকিং পরিচালনার জন্য জনশক্তিকে উৎসর্গিত হতে হবে।  

এ ছাড়া বিশেষ অতিথিবৃন্দ নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব এবং ইসলামী ব্যাংকিংয়ের সৌন্দর্য, নিরাপত্তা এবং অপরিহার্যতা তুলে ধরে এ শিল্পের অগ্রগতির জন্য জ্ঞান সাধনার অব্যাহত রেখে প্রশিক্ষণার্থীদের কাজ করার প্রত্যয় গ্রহণের জন্য আহŸান জানান।

সভাপতির বক্তব্যে জনাব মোঃ আবদুল্লাহ শরীফ, CIPA, CSAA বলেন, বর্তমান বিশ্বে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন ও অগ্রগতির জন্য ইসলামী অর্থনীতি অন্যতম একটি মাধ্যম। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ সরকার সবসময় এর ওপর গুরুত্বারোপ করে আসছে। সম্প্রতি সুকুক ইস্যুকরণ এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং-এর উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব সবচেয়ে বড় বাধা। দক্ষ জনবল তৈরীর মাধ্যমে উক্ত বাধা অতিক্রম করার লক্ষ্যে এবং ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সবিষয়ক জ্ঞান অধিকতর সমৃদ্ধির উদ্দেশ্যে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ২০২০ সালে ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (CIBF)’ চালু করে।  

উল্লেখ্য, এ পর্যন্ত কোর্সের ৫টি ব্যাচে ৩৯টি ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪৬ জন অংশগ্রহণকারী ভর্তি হয়েছেন এবং ৩৪ জন অংশগ্রহণকারী ইতোমধ্যেই সফলতার সাথে CIBF ফেলোশিপ অর্জন করেছেন। এ ছাড়া আরো ৪০ জন অংশগ্রহণকারী ৪টি মডিউলে উত্তীর্ণ হয়ে ফেলোশিপ অর্জনের পথে রয়েছেন।

Published : 09-01-2022 , 06:37 am