NEWS DETAILS PAGE

News Title

'CSB Fellows Forum'-এর ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত

News Details

সিএসবি ফেলোস ফোরামের উদ্যোগে ২৭ নভেম্বর ২০২১, শনিবার ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট্রাল শরীয়াহ বোর্ড সচিবলায়ে সিএসবি ফেলোদের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনীতে ফোরামের সভাপতি ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ, CIPA , CSAA সহ-সভাপতি ড. মোঃ মহব্বত হোসেন, CIPA , CSAA সাধারণ সম্পাদক এ.কে.এম. মীজানুর রহমান, CIPA, CSAA অতিথি-নির্বাহী সদস্য জনাব মেজবাহ উদ্দিন আহমাদ, FCA, CIPA & CSAA -সহ ফোরামের দায়িত্বরত অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (AAOIFI) প্রবর্তিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট (CIPA) ও সার্টিফাইড শরীয়াহ এডভাইজার অ্যান্ড অডিটর (CSAA) এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড প্রবর্তিত সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (CIBF) সম্পন্নকারী প্রায় ৪০ জন ফেলো এ অনুষ্ঠানে মিলিত হন। উল্লেখ্য, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের অধীনে এ পর্যন্ত মোট ১০৬ জন CIPA , CSAA ও CIBF ফেলোশীপ অর্জন করেছেন।

অনুষ্ঠানে সিএসবি ফেলোদের মতবিনিময় পর্বে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয় এবং ভবিষ্যতে এ ফোরামের উদ্যোগে ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Published : 28-11-2021 , 11:49 am