NEWS DETAILS PAGE

News Title

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড প্রবর্তিত ‘সিআইবিএফ’ ফেলোদের মধ্যে সার্টিফিকেট বিতরণ

News Details

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড প্রবর্তিত ‘সিআইবিএফ’ ফেলোদের মধ্যে সার্টিফিকেট বিতরণ

 

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)-এর উদ্যোগে ছয় মাসব্যাপী সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (CIBF) এর সফলভাবে সম্পন্নকারী ১ম ও ২য় ব্যাচের ফেলোদের মধ্যে ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার বিকাল ৫:৩০টায় ঢাকার কাকরাইলে বোর্ডের নিজস্ব ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বিতরণ করা হয়। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সার্টিফিকেট বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটি ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ড সচিবালয়ের ইনচার্জ (প্রশাসন) জনাব সৈয়দ সাখাওয়াতুল ইসলাম এবং তাকে সহযোগিতা করেন কোর্স কো-অর্ডিনেটর জনাব মোঃ রায়হানুল আমীন।

প্রধান অতিথি প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকিং একটি দ্রুত বিকাশমান শিল্প। ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠু ও শার‘ঈ নীতিমালার ভিত্তিতে পরিচালনার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি উত্তীর্ণ ফেলোদের সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, নিরবচ্ছিন্ন অধ্যয়ন ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সকলকে যোগ্যতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করতে হয়। তিনি আশা ব্যক্ত করেন যে, ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এই কোর্স অত্যন্ত সহায়ক হবে।

উল্লেখ্য, CIBF কোর্স সফলভাবে সম্পন্নকারী মোট ৩৩ জন ফেলোকে এ অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হয়।

Published : 29-09-2021 , 09:30 am